সেরিব্রাল পালসি তে আক্রান্ত শিশুদের জন্য বিশেষ চেয়ার বা সিপি চেয়ারের গুরুত্ব-
প্রতিটি শিশু জন্মের পর থেকে একটা সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বেড়ে ওঠে। তবে এক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধিতায় আক্রান্ত শিশুদের বেড়ে ওঠাটা ঠিকভাবে হয়না। তার মধ্যে সেরিব্রাল পালসি(সিপি) তে আক্রান্ত শিশুদের মধ্যে আমরা এধরণের জটিলতা বেশী দেখতে পাই। উদাহরণ হিসাবে বলতে পারি একটা সিপি-তে আক্রান্ত শিশু তার সমবয়সী অনান্য একটি শিশু যে বয়সে নিজে নিজে সাপোর্ট ছাড়া বসতে বা দাঁড়াতে পারছে, কিন্তু সিপি আক্রান্ত শিশুটি হয়তো একা একা বসতেই পারেনা। তাই এসকল শিশুদের বিভিন্নরকম পুর্নবাসন প্রক্রিয়া অনুসরণ করা লাগে। তারমধ্য অন্যতম একটি প্রক্রিয়া হলো তার উপযোগী একটি সহায়ক উপকরণ নির্ধারন করা। আজ আমরা সেরকম একটি সহায়ক উপকরণ যেটা একজন সিপি-তে শিশুকে সঠিকভাবে বসতে সহায়তা করে সেটা হলো সিপি চেয়ার বা বিশেষ চেয়ার বলেও জানি তাই নিয়ে কিছু তথ্য শেয়ার করবো। আমরা যদি বলি কাদের জন্য এই সিপি চেয়ারের প্রয়োজন? তাহলে বলবো যে সকল শিশুদের হেড বা নেক কন্ট্রোল নাই এবং সাহায্য ছাড়া একেবারেই একা একা বসতে পারেনা তাদের জন্য এই সিপি চেয়ারের প্রয়োজন। আমরা খেয়াল করলে দেখতে পাবো সাধারণত একটি শিশু ছয়মাস বয়স থেকেই বসতে শেখে। তবে সেরিব্রাল পালসি আক্রান্ত একটা শিশু হয়তো এক্ষেত্রে পিছিয়ে থাকে তার নানার জটিলতার কারণে, নেক কন্ট্রোল থাকেনা। যদি আমরা সেরিব্রাল পালসি-তে আক্রান্ত একটা শিশুর এধরণের সমস্যাগুলো দেখতে পাই তবে আমরা কিন্তু তাকে সিপি চেয়ার প্রদান করতে পারি বা ব্যবহার করার জন্য পরামর্শ দিতে পারি। সিপি চেয়ারের মাধ্যমে ঐ শিশুটির জন্য আমরা কিন্তু বেশকিছু উপকারিতা নিশ্চিত করতে পারি। সিপি চেয়ারে একটা শিশুকে বসালে শিশুটি বেশ ভালো একটা stability পাবে এবং বসার ক্ষেত্রে পর্যাপ্ত সাপোর্ট পেয়ে থাকে। কর্ণার চেয়ার শিশুটির সঠিক অবস্থান (posture) নিশ্চিত করে থাকে এবং তার নেক সাপোর্টের মাধ্যমে ঘাড়ের মাংসপেশির শক্তি বৃদ্ধি করে থাকে। যার মাধ্যামে শিশুটির বিভিন্নরকমের ডিফরমিটি বা অঙ্গবিকৃতি প্রতিরোধ করে থাকে। আর একটা উল্লেখযোগ্য দিক হলো শিশুটি অনেক বেশী নিরাপদ বোধ করে সিপি চেয়ারে বসে থাকার মাধ্যমে। আর সামনে একটা টেবিল থাকার কারনে সেখানে অনেক ধরণের খেলনা দিয়ে বাচ্চাকে আমরা কিন্তু নানাভাবে উৎফুল্ল রাখতে পারি। সিপি চেয়ারে যেহেতু শিশুটিকে সঠিক অবস্থানে বসানো যায় তাই এটা কিন্তু তার শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য খুবই সহায়তা করে। আর এটা না বললেই নয় যে যখন সিপি চেয়ারে বসে শিশুটি বাড়ীর অনান্যদের সাথে যোগাযোগ করতে পারে এর মাধ্যমে তার মানসিক স্বাস্থ্যেরও কিন্তু বিকাশ ঘটে। আর আমরা সর্বোপরি বলতে পারি একটা সিপি চেয়ারে বসার মাধ্যমে সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুর বসার উন্নতি ঘটায়। যার জন্য আমরা একটি সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুকে উপযুক্ত সময়ে সিপি চেয়ার দেওয়ার জন্য সাজেস্ট বা পরামর্শ দিয়ে থাকি। একটা সিপি চেয়ার এধরণের শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। তারমধ্যে একটা আত্মবিশ্বাস তৈরী করে যার ফলে সে উন্নয়নের পরবর্তী ধাপে সহজে যেতে পারে। তাই আমাদের পরামর্শ থাকবে শিশুর সামগ্রিক বিকাশকে আরও ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে একটি সিপি চেয়ার বা বিশেষ চেয়ার দ্রুতই ব্যবহার করা উত্তম।
ডেভেলপমেন্ট এইডস
Rehab Tech
11/26/20241 min read


Innovative mobility solutions
