অর্থোসিস

বিনামূল্যে পরামর্শ পেতে এই ফর্মটি পূরণ করুন অথবা ফোন করুন : ০১৯২১-৬৭৯৯২৪
রিহ্যাবটেক: আপনার গতিশীল জীবনের প্রয়োজনে-

রিহ্যাব টেক- এ আমরা আধুনিক মানের অর্থোসিস চিকিৎসা সেবা প্রদান করার মাধ্যমে একজন মানুষের জীবনকে বদলে দিয়ে থাকি। আমাদের এখানে অর্থোসিস তৈরী করার ক্ষেত্রে সর্বদা একজন ব্যক্তির নিজস্ব চাহিদা, কর্মক্ষমতা ও তার আরামের বিষয়কে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়।

আমাদের চিকিৎসা পদ্ধতি

আমরা এটা ভালো করেই জানি প্রতিটা ব্যক্তির চলার পথ ও প্রয়োজনীয়তা ভিন্ন, আর তাই সে বিষয়ে বিবেচনা করেই আমাদের অভিজ্ঞতা সম্পন্ন পেশাজীবি বৃন্দ প্রত্যেক রোগীর সাথে কাজ করেন এবং তাদের জন্য পুরো চিকিৎসা পরিকল্পনা তৈরী করে থাকেন। এই চিকিৎসা পরিকল্পনার মাধ্যমে একজন রোগী র পারিবারিক, সামাজিক, মানসিক ও অর্থনৈতিক অবস্থাকে অগ্রাধিকার দিয়ে তার পুর্নবাসন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হয়।

আমাদের অর্থোসিস সেবা সমূহ-

লোয়ার লিম্ব অর্থোসিস (Lower Limb Orthosis)-

কোনও রোগব্যাধি বা দুর্ঘটনার জন্য অনেকসময় দেখা যায় কারও পায়ের পাতা ভিতরে বা বাইরের দিকে বাঁকা, গোড়ালী মাটিতে বসেনা, হাটতে গেলে পায়ের পাতা ছেছড়িয়ে হাটে, হাটু ভাজ হয়ে যায় বা কোমড়ে শক্তি পায়না। আবার জন্মগতভাবেও এই ধরণোর সমস্যা থাকতে পারে। যেমন সেরিব্রাল পালসি, স্ট্রোক, মুগুর পা, পোলিও সহ বিভিন্ন কারণে এগুলো হয়ে থাকে।

এসকল সমস্যা যাদের আছে তাদের জন্য রিহ্যাব টেকে বিভিন্নধরণের অর্থোসিস তৈরি করা হয়। যেমন ফুট অর্থোসিস, ইউসিবিএল, মিডিয়াল আর্স সার্পোট, এএফও, কেএএফও, এইচকেএএফও সহ আরও নানান ধরণের অর্থোসিস। এই সহায়ক উপকরণ ব্যবহারের মাধ্যমে ব্যক্তির অঙ্গবিকৃতি প্রতিরোধ করার পাশাপাশি তাকে আরও বেশী কর্মক্ষম করে তোলে।

আপার লিম্ব অর্থোসিস (Upper Limb Orthosis)-

কোনও রোগব্যাধি বা দুর্ঘটনার কারণে অনেকসময় অনেকের হাতের আঙ্গুল, হাতের কব্জি বা কনুইয়ে বিভিন্নধরনের সমস্যা হয়ে থাকে। আবার কারও হয়তো জন্মগতভাবেও এধরণের সমস্যা থাকতে পারে।

শরীরের এ সকল অঙ্গকে কর্মক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য এবং সাপোর্ট দেওয়ার জন্য রিহয়াব টেক -এ ঐ ব্যক্তির সমস্যার সমাধানের জন্য বিভিন্নরকমের অর্থোসিস তৈরী করা হয়। প্রতিটা ব্যক্তির চাহিদা অনু্যায়ী এসকল অর্থোসিস তৈরী করা হয়। যেমন আঙ্গুলে সমস্যার জন্য ফিঙ্গার স্প্লিন্ট, আবার কনুই বা কব্জির জন্য বিভিন্নরকমের কোক-আপ স্প্লিট সহ এ্যাল্বো স্প্লিট।

স্পাইনাল ব্রেস (Spinal Brace)-

মেরুরুজ্জুর বিভিন্ন রোগ, মেরুদণ্ডের আঘাত বা নানা কারণে অনেকের মেরদন্ডে অনেক ধরণের বক্রতা দেখা যায় বা অনেক সময় ব্যাথা অনুভব করেন। যেমন এস্কোলিওসিস(scoliosis) বা একদিকে বাঁকা, ভিতরের দিকে বাঁকা ইত্যাদি। এসব সমস্যায় ডাক্তারী চিকিৎসার পাশাপাশি ব্রেস একটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।

এসকল সমস্যার জন্য আপনারা রিহ্যাব টেক -এ র‍্যোগাযোগ করতে পারেন। আমাদের অভিজ্ঞ পেশাজীবি এসকল ব্রেস তৈরী করে থাকেন। যেমন মিয়ামী ব্রেস, ট্রেইলর ব্রেস, বোস্টন ব্রেস ইত্যাদি।

অর্থোসিস এ্যাডজাস্টমেন্ট ও মেরামত

এটা একটা চলমান প্রক্রিয়ার মতোই বলা যায়। বিভিন্নধরণের অর্থোসিস ব্যবহার করার পরে বিভিন্ন ধরণের এ্যাডযাস্টমেন্ট বা মেরামতের প্রয়োজন হতে পারে। রিহ্যাব টেক সবসময় এ সেবা প্রদান করে থাকে।

আধুনিকমানের ওয়ার্কসপ

সর্বোপরি আমাদের এখানে অর্থোসিস তৈরী করার জন্য যে ওয়ার্কসপ রয়েছে সেখানে আমরা আধুনিক মানের যন্ত্রপাতি ব্যবহার করে থাকি। যার মাধ্যমে অর্থোসিস তৈরীর ক্ষেত্রে সর্বোচ্চ গুণগত মান রক্ষা করা হয়।

চিকিৎসা পরিকল্পনায় রোগীর সক্রিয় অংশগ্রহণ

আমাদের সেন্টারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমরা এই চিকিৎসা পরিকল্পনায় রোগী র নিজস্ব মতামত সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। আর রোগী যদি শিশু হয়৷ তবে তার পরিবারের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। এর মাধ্যমে রোগী বা তার পরিবার জানতে পারেন কি প্রক্রিয়ার মধ্যদিয়ে তার এই পুর্নবাসন কার্যক্রম চলবে এবং সেখানে রোগী ও আমাদের কি ভুমিকা রয়েছে। আমরা বিশ্বাস করি রোগী র সন্তুষ্টিই হলো আমাদের সন্তুষ্টি।

দক্ষ জনবল

রিহ্যাব টেক- এ আছে দেশে বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত পেশাজীবি। প্রতিনিয়ত তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করার জন্য রিহ্যাব টেক এই প্রফেশনালদের বিভিন্ন প্রশিক্ষন এর ব্যবস্থা করার মাধ্যমে পেশাগত দক্ষতার উন্নয়ন করে চলেছে। এরমাধ্যমে রোগী রা সর্বোচ্চমানের সেবা পেয়ে থাকে রিহ্যাব টেক থেকে।

সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার

রিহ্যাব টেক সর্বদা রোগী র চাহিদাকে প্রাধান্য দিয়ে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করে থাকে। আপনারা এখানে পাবেন জার্মানির বিশ্ব বিখ্যাত অটোবক কোম্পানির সবধরণের ম্যাটেরিয়াল ও কম্পোনেন্ট । এছাড়াও আমাদের এখানে পাবেন আমেরিকা, তাইওয়ান, চায়না, ইন্ডিয়া সহ বিশ্বের নামীদামী কোম্পানির সবধরণের কম্পোনেন্ট ও ম্যাটেরিয়াল।

নিয়মিত ফলোআপ

রিহ্যাব টেক থেকে সেবা নেওয়ার পরবর্তী পর্যায়ে আমাদের পেশাজীবিরা রগীর সাথে নিয়মিত যোগাযোগ করেন। যার মাধ্যমে আমরা জানতে রোগী র সহায়ক উপকরণটি ব্যবহার করতে কোনও সমস্যা হচ্ছে কি না বা পরিবর্তন করা জরুরি কি না। এই ফলোআপ প্রক্রিয়া আমরা টেলিফোন বা সরাসরি পেশেন্টকে আমাদের সেন্টারে আসার মাধ্যামেও করে থাকি।

আপনি কেনও রিহ্যাব টেক এর সেবা পছন্দ করবেন

আমাদের সেন্টারের সার্বিক উদ্যাগ

আমাদের মুল লক্ষ্য শুধুমাত্র রোগী র শারীরিক উন্নয়নই নয় পাশাপাশি তার আবেগ অনুভূতি সহ সামাজিক উন্নতি সাধন করা। আমরা রিহ্যাব টেক এর পক্ষ থেকে সর্বদা চেষ্টা করি অর্থোসিস চিকিৎসা সেবা প্রদানের প্রক্রিয়াটা যতটুকু সম্ভব সহযোগীতাপুর্ন ও আনন্দময় করা যায়।

এক্ষেত্রে রোগী আমাদের এখান থেকে শুধু নতুন অর্থোসিস নিতে আসছে তা নয়, এই আন্তরিকতা কোনও রোগী র পুরাতন অর্থোসিস মেরামতের জন্য এলেও রিহ্যাব টেক থেকে সবসময় একইরকম ভাবে মেনে চলা হয়

গবেষণা ও উদ্ভাবনী চিন্তাভাবনা

রিহ্যাব টেক রোগীর জন্য অর্থোসিস সেবার মান উন্নয়নের জন্য প্রতিনিয়ত বিভিন্নধরণের গবেষণা ও উদ্ভাবনী কাজের সাথে সম্পৃক্ত থাকে। আমাদের প্রফেশনালবৃন্দ প্রতিনিয়ত বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করার মাধ্যমে সর্বাধুনিক মানের অর্থোসিস এর কাচামাল সহ বিশ্বমানের প্রযুক্তির সাথে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে থাকে। আর এর মাধ্যমে আমাদের দেশে অর্থোসিস সেবার গুণগত মান পরিবর্তনে রিহ্যাব টেক তার ভুমিকা রেখে চলেছে।

আমাদের টীম

মোঃ আজিজুর রহমান আকাশ

টকেনিকাল এ্যাডভাইজর, রিহ্যাব টেক

মোঃ মুকসেদুর রহমান

ইনচার্জ (প্রস্থেটিক্স ও অর্থোটিক্স সার্ভিস), রিহ্যাব টেক

এস. এম. ইমরান শোয়েব

ম্যানেজিং ডাইরেক্টর, রিহ্যাব টেক

মিঃ অসিত কুমার চক্রবর্তী

ডাইরেক্টর অপারেশন এ্যান্ড সেলস্, রিহ্যাব টেক