প্রস্থেসিস
বিনামূল্যে পরামর্শ পেতে এই ফর্মটি পূরণ করুন
রিহ্যাবটেক: আপনার গতিশীল জীবনের বিশ্বস্ত সঙ্গী
রিহ্যাব-টেকের আধুনিক ও উন্নত প্রযুক্তির কৃত্রিম হাত-পায়ের মাধ্যমে পুঙ্গুত্ব জীবনের গ্লানি মুছে পুরো উদ্যমে নতুন জীবনে ফিরে আসুন। আমাদের ডিজাইনকৃত কৃত্রিম হাত-পা আপনার জীবনের গতিশীলতা এবং জীবনের মান উন্নত করার পাশাপাশি আপনার ব্যক্তিগত শারীরিক স্বাধীনতা পুনরুদ্ধার করবে। রিহ্যাব-টেক প্রস্থেটিক্সের সর্বশেষ উন্নত এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, ভুক্তভোগীর সার্বিক দিক বিবেচনা করে কাস্টমাইজ সমাধান প্রদান করে।


আমাদের চিকিৎসা পদ্ধতি
আমরা এটা ভালো করেই জানি প্রতিটা ব্যক্তির চলার পথ ও প্রয়োজনীয়তা ভিন্ন, আর তাই সে বিষয় বিবেচনা করেই আমাদের অভিজ্ঞতা সম্পন্ন প্রস্থেটিস্ট প্রফেশনালবৃন্দ প্রত্যেক রোগীর সাথে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করেন এবং তাদের জন্য পুরো কাস্টমাইজড চিকিৎসা পরিকল্পনা তৈরী করে থাকেন। এই চিকিৎসা পরিকল্পনার মাধ্যমে একজন রোগীর পারিবারিক, সামাজিক, মানসিক ও অর্থনৈতিক অবস্থাকে অগ্রাধিকার দিয়ে তার পুর্নবাসন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হয়।
আমাদের প্রস্থেসিস সেবা সমূহ-
আপার লিম্ব প্রস্থেসিস (Upper Limb Prosthesis)- বিভিন্ন রোগ, দূর্ঘটনায় অনেক সময় ব্যক্তির হাত, বা হাতে আঙ্গুল কেটে ফেলতে হয় আবার জন্মগতভাবেও কারও এমন হতে পারে। আমরা রিহ্যাবটেক- এ সর্বাধুনিক প্রযুক্তির কৃত্রিম হাত বা আঙুল অর্থাৎ যাকে বলে আপার লিম্ব প্রস্থেসিস বা কৃত্রিম হাত সংযোজন করে থাকি। যেমন কব্জি থেকে, কনুই থেকে বা কনুইয়ের উপর থেকে না থাকতে পারে।
এসকল কৃত্রিম হাত সংযোজন করার জন্য আমরা অটোবক জার্মানি সহ বিশ্বের নামীদামী কোম্পানির কনুইয়ের জোড়া বা কসমেটিকস আঙ্গুল এবং কসমেটিকস গ্লভস ব্যবহার করে থাকি। এর মাধ্যমে একজন ব্যক্তি তার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস যেমন ফিরে পায় তেমনিভাবে সামাজিক ভাবেও সমাদৃত হয়ে থাকেন।
লোয়ার লিম্ব প্রস্থেসিস ( Lower Limb Prosthesis)- বিভিন্ন রোগ, দূর্ঘটনায় অনেক সময় ব্যক্তির পা, বা আঙ্গুল কেটে ফেলতে হয় আবার জন্মগতভাবেও কারও এমন হতে পারে। যেমন কারও হাটুর নীচ থেকে বা হাটুর উপর থেকে পা না থাকতে পারে।
আমরা রিহ্যাবটেক- এ সর্বাধুনিক প্রযুক্তির কৃত্রিম পা অর্থাৎ যাকে বলে লোয়ার লিম্ব প্রস্থেসিস সংযোজন করে থাকি। এসকল কৃত্রিম পা সংযোজন করার জন্য আমরা অটোবক জার্মানি সহ বিশ্বের নামীদামী কোম্পানির পায়ের পাতা, কৃত্রিম হাটুর জোড়া, সিলিকন লাইনার সহ উন্নতমানের মালামাল ব্যবহার করা হয়। আমরা আমেরিকা, তাইওয়ান, চায়না সহ ইন্ডিয়া থেকে আমদানীকৃত কম্পোনেন্ট ব্যবহার করে এসকল কৃত্রিম পা তৈরী করে থাকি। তাই ব্যক্তি তার সাধ্যমত সব ধরণের কৃত্রিম পা রিহ্যাব টেক থেকে সংযোজন করতে পারেন। এসকল কৃত্রিম পা ব্যবহার করে একজন ব্যক্তি দৈনন্দিন কাজকর্ম যেমন সম্পাদন করতে পারে তেমনি পরিবারের জন্য বোঝা না হয়ে সম্পদে পরিণত হতে পারেন
শিশুদের প্রস্থেসিস- আমাদের দেশে অনেকসময় শিশুদের কৃত্রিম হাত পা সংযোজন করার ক্ষেত্রে নানারকম প্রতিবন্ধকতা দেখা যায়। এক্ষেত্রে রিহ্যাবটেক শিশুদের জন্য প্রস্থেসিস বা কৃত্রিম হাত পা সংযোজন করার জন্য অগ্রণী ভূমিকা রেখে চলেছে। কেননা যদি একটি শিশুকে সঠিক মানের এবং তার উপযোগী একটা কৃত্রিম অঙ্গ সংযোজন করে দেওয়া যায় তাহলে শিশুটি তার দৈনন্দিন জীবনকে আরও বেশী স্বাচ্ছন্দ্যময় করে তুলতে সক্ষম হবে এবং তার শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত হবে।
প্রস্থেসিস এ্যাডজাস্টমেন্ট ও মেরামত - এটা একটা চলমান প্রক্রিয়ার মতোই বলা যায়। কৃত্রিম হাত পা সংযোজন করার পরে বিভিন্ন ধরণের এ্যাডজাস্টমেন্ট বা মেরামতের প্রয়োজন হতে পারে। রিহ্যাবটেক সবসময় এ সেবা প্রদান করে থাকে।
অপারেশন পরবর্তী সেবা- আমরা সবাই জানি বিশেষ করে কোনও দূর্ঘটনা বা রোগের কারণে হাত বা পা কেটে ফেললে পরবর্তীতে কৃত্রিম হাত পা সংযোজন করার আগমুহূর্ত পর্যন্ত বেশকিছু ব্যয়াম বা কাটা অংশের (স্টাম্প) যত্নের প্রয়োজন হয়। রিহ্যাব টেক থেকে আমরা রোগীর স্টাম্পের যত্ন ও সাধারণ কিছু ব্যায়ামের পরামর্শ সম্পুর্ন বিনামূল্যে প্রদান করে থাকি। যে কোনও রোগী আমাদের সাথে যোগাযোগ করে এসেবা নিতে পারেন।
আমাদের সেন্টারের সার্বিক উদ্যাগ
আমাদের মুল লক্ষ্য শুধুমাত্র রোগীর শারীরিক উন্নয়নই নয় পাশাপাশি তার আবেগ-অনুভূতিসহ সামাজিক উন্নতি সাধন করা। আমরা রিহ্যাবটেক এর পক্ষ থেকে সর্বদা চেষ্টা করি কৃত্রিম হাত-পা সংযোজন করার প্রক্রিয়াটা যতটুকু সম্ভব সহযোগীতাপুর্ন ও আনন্দময় করা যায়।
এক্ষেত্রে রোগী আমাদের এখান থেকে শুধু নতুন কৃত্রিম হাত-পা সংযোজন করতে আসছে তা নয়, এই আন্তরিকতা কোনও রোগীর পুরাতন প্রস্থেসিস মেরামতের জন্য এলেও রিহ্যাবটেক থেকে সবসময় মেনে চলা হয়
গবেষণা ও উদ্ভাবনী চিন্তাভাবনা – রিহ্যাবটেক রোগীর জন্য প্রস্থেসিস সেবার মান উন্নয়নের জন্য প্রতিনিয়ত বিভিন্নধরণের গবেষণা ও উদ্ভাবনী কাজের সাথে সম্পৃক্ত থাকে। আমাদের প্রফেশনালবৃন্দ প্রতিনিয়ত বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করার মাধ্যমে সর্বাধুনিক মানের প্রস্থেটিক্স এর কাচামালসহ বিশ্বমানের প্রযুক্তির সাথে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে থাকে। আর এর মাধ্যমে আমাদের দেশে প্রস্থেসিস সেবার গুণগত পরিবর্তনে রিহ্যাবটেক তার ভুমিকা রেখে চলেছে।
আপনি কেন রিহ্যাবটেক এর সেবা পছন্দ করবেন!
দক্ষ জনবল: রিহ্যাবটেক- এ আছে দেশে বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত পেশাজীবি। প্রতিনিয়ত তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করার জন্য রিহ্যাবটেক এই প্রফেশনালদের বিভিন্ন প্রশিক্ষন এর ব্যবস্থা করার মাধ্যমে পেশাগত দক্ষতার উন্নয়ন করে চলেছে। এরমাধ্যমে রোগীরা সর্বোচ্চমানের সেবা পেয়ে থাকে রিহ্যাবটেক থেকে।
সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার- রিহ্যাব টেক সর্বদা রোগীর চাহিদাকে প্রাধান্য দিয়ে সর্বাধুনিক প্রযুক্তির কৃত্রিম হাত পা সংযোজন করে থাকে। আপনারা এখানে পাবেন জার্মানির বিশ্ব বিখ্যাত অটোবক কোম্পানির সবধরণের ম্যাটেরিয়াল ও কম্পোনেন্ট যেমন পায়ের পাতা, নকল হাটুর জোড়া। এছাড়াও আমাদের এখানে পাবেন আমেরিকা, তাইওয়ান, চায়না, ইন্ডিয়াসহ বিশ্বের নামীদামী কোম্পানির সবধরণের কম্পোনেন্ট ও ম্যাটেরিয়াল।
আধুনিকমানের ওয়ার্কসপ- সর্বোপরি আমাদের এখানে কৃত্রিম হাত পা সংযোজন করার জন্য যে ওয়ার্কসপ রয়েছে সেখানে আমরা আধুনিক মানের যন্ত্রপাতি ব্যবহার করে থাকি। যার মাধ্যমে প্রস্থেসিস তৈরীর ক্ষেত্রে সর্বোচ্চ গুণগত মান রক্ষা করা হয়।
চিকিৎসা পরিকল্পনায় রুগীর সক্রিয় অংশগ্রহণ- আমাদের সেন্টারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমরা এই কৃত্রিম হাত পা সংযোজন চিকিৎসা পরিকল্পনায় রোগীর নিজস্ব মতামত সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। এর মাধ্যমে রোগী জানতে পারেন কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার এই পুর্নবাসন কার্যক্রম চলবে এবং সেখানে রোগী ও আমাদের কি ভুমিকা রয়েছে। আমরা বিশ্বাস করি রোগীর সন্তুষ্টি হলো আমাদের সন্তুষ্টি।
নিয়মিত ফলোআপ সেবা – রিহ্যাবটেক থেকে সেবা নেওয়ার পরবর্তী পর্যায়ে আমাদের পেশাজীবিরা রোগীর সাথে নিয়মিত যোগাযোগ করেন। যার মাধ্যমে আমরা জানতে পারি রোগীর সহায়ক উপকরণটি ব্যবহার করতে কোনও সমস্যা হচ্ছে কি না বা পরিবর্তনের প্রয়োজন আছে কিনা। এই ফলোআপ প্রক্রিয়া আমরা টেলিফোন বা সরাসরি পেশেন্টকে আমাদের সেন্টারে আসার মাধ্যমেও করে থাকি।
রিহ্যাবটেক সম্পর্কে রোগী এবং বিশেষজ্ঞদের মতামত
পেশেন্ট এবং ডাক্তার রিভিউ ভিডিও