সেরিব্রাল পালসি তে আক্রান্ত শিশু/ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্ট্যান্ডিং ফ্রেম এর প্রয়োজনীয়তা-
আজ আমরা আলোচনা করবো খুবই প্রয়োজনীয় একটা সহায়ক উপকরণ স্ট্যান্ডিং ফ্রেম/ টেবিল বিষয়ে। আমরা প্রতিটি শিশুর স্বাভাবিক বেড়ে ওঠার যে ধাপগুলো আছে, তাকে ডেভেলপমেন্ট মাইলস্টোন বলে জানি। এর মাধ্যমে আমরা জানতে পারি একটা শিশু জন্মের পর থেকে একটা নিদিষ্ট বয়সের মধ্যে নিদিষ্ট কিছু শারীরিক ও মানসিক বিকাশের মধ্য দিয়ে বেড়ে উঠবে। তবে বিভিন্ন প্রতিবন্ধিতায় আক্রান্ত শিশুদের ক্ষেত্রে এই বেড়ে ওঠা টা হয়তো একটু বাধাগ্রস্ত হতে পারে। যেমন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের ক্ষেত্রে এই ধরণের সমস্যাগুলো আমরা বেশী দেখতে পাই। তাই এসকল শিশুদের জন্য বিভিন্নরকম সহায়ক উপকরণ খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। আমরা যদি বলি কাদের জন্য এই স্ট্যান্ডিং ফ্রেম এর প্রয়োজন? তাহলে বলবো যে সকল শিশুরা সাহায্য ছাড়া একেবারেই একা একা দাঁড়িয়ে থাকতে পারেনা তাদের জন্য এই স্ট্যান্ডিং ফ্রেম এর প্রয়োজন। আমরা খেয়াল করলে দেখতে পাবো সাধারণত একটি শিশু একবছর বয়স থেকেই দাঁড়াতে শেখে বা এক-দু কদম হাঁটার চেষ্টা করে। তবে সেরিব্রাল পালসি আক্রান্ত একটা শিশু হয়তো এক্ষেত্রে পিছিয়ে থাকে তার নানার জটিলতার কারণে। সেজন্য আমরা সেরিব্রাল পালসি-তে আক্রান্ত একটা শিশুকে আমরা কিন্তু স্ট্যান্ডিং ফ্রেম প্রদান করতে পারি বা ব্যবহার করার জন্য পরামর্শ দিতে পারি। যার মাধ্যমে শিশুটি প্রথমতঃ দাড়ানো শিখবে। স্ট্যান্ডিং ফ্রেম ব্যবহার করার মাধ্যমে ঐ শিশুটির জন্য আমরা কিন্তু বেশকিছু উপকারিতা নিশ্চিত করতে পারি। স্ট্যান্ডিং ফ্রেমে একটা শিশুকে দাঁড় করালে শিশুটি বেশ ভালো একটা stability পাবে এবং দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে পর্যাপ্ত সাপোর্ট পেয়ে থাকে। একটা স্ট্যান্ডিং ফ্রেম এ শিশুকে দাঁড় করালে শিশুর যদি স্প্যাসটিসিটি থাকে তবে তা অনেকাংশে নিয়ন্ত্রণে রাখে। শিশুটি যেহেতু সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে তাই এরমাধ্যমে শিশুর হাঁড় আরও শক্তিশালী হয়। এটা শিশুর বেড়ে ওঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিশুর শরীরের জয়েন্টের রেঞ্জ অপ মোশন এরও বৃদ্ধি ঘটায়। সর্বোপরি সহায়ক উপকরণটি ব্যবহার করার মাধ্যমে শরীরের রক্ত সঞ্চালন ও স্বাভাবিক ভাবে বৃদ্ধি পায়। আর এর মাধ্যমে শিশুর মাংসপেশির শক্তি বৃদ্ধি পায় এবং শারীরিক উন্নতি ঘটায়। এই সহায়ক উপকরণটি শিশুদের পাশাপাশি পক্ষাঘাতগ্রস্থ ব্যক্তি বা স্ট্রোক আক্রান্ত ব্যক্তিদের জন্যও প্রয়োজন হয়। কারণ পুর্ণবাসন প্রক্রিয়ার একটা পর্যায়ে এসে ঐসকল ব্যক্তিদের নতুন করে দাঁড়ানো শেখানোটা খুব জরুরি হয়ে পড়ে। তাই এই উপকরণটি একইরকম ভাবে তাদেরও উপকার করে থাকে। প্রতিটি স্ট্যান্ডিং ফ্রেম ব্যক্তির মাপ অনুযায়ী তৈরী করাটাই শ্রেয়।
ডেভেলপমেন্ট এইডস
Rehab Tech
11/26/20241 min read


Empowering mobility solutions.
